ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা এবং সারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন পূজা মণ্ডবের নিরাপত্তা, মন্দিরগুলো সুরক্ষা, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোট ২ লক্ষ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ৭০ হাজার পুলিশ, ১ লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি’র সদস্য নিয়োজিত থাকবে।




