সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, January 4, 2026

ব্রেকিং নিউজ

গাজা যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ পর্যায়ে হামাসের নিজস্ব নিরস্ত্রীকরণ পরিকল্পনা উপস্থাপন।

গাজার দুই মাসব্যাপী যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অগ্রসর হওয়ার প্রয়াসের মধ্যে হামাস তাদের নিজস্ব নিরস্ত্রীকরণ পরিকল্পনা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরছে। আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের বৈদেশিক দফতরের প্রধান খালেদ মেশাল জানান, তাদের পরিকল্পনার জন্য তারা মার্কিন প্রশাসনের সমর্থন চাইছে।

মেশাল বলেন, হামাস এমন একটি ব্যবস্থা চায় যা নিশ্চিত করবে যে “যুদ্ধ আর ফিরে আসবে না”। অস্ত্র পুরোপুরি জমা দেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি সতর্ক করে বলেন, অস্ত্র হস্তান্তর করা মানে হবে “সংগঠনের আত্মা কেড়ে নেওয়া।”

যুদ্ধবিরতির প্রথম ধাপ — যেটির অন্তর্ভুক্ত বন্দি বিনিময় — শেষের দিকে। তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে এবং উত্তর ও মধ্য গাজায় এখনও হামলা চালাচ্ছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা হবে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, ফিলিস্তিনিদের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি নিয়ে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা একে “গুরুত্বপূর্ণ মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে ভয়াবহ স্টর্ম বায়রন গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। ভারী বর্ষণে শত শত ক্যাম্প প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো নড়বড়ে তাঁবু। ঝুঁকিতে রয়েছে প্রায় ৮.৫ লাখ মানুষ।

গাজার মিডিয়া অফিস জানায়, সেখানে জরুরিভাবে ৩ লক্ষ নতুন তাঁবু প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত খুব অল্পসংখ্যক তাঁবু প্রবেশ করতে পেরেছে। বৃষ্টিতে অস্থায়ী পানি ব্যবস্থা, রাস্তাঘাট ও চিকিৎসা পয়েন্টগুলিও ভেঙে পড়ছে।

একটি পরিবার জানিয়েছে, রাতভর বৃষ্টি ও ঠান্ডার মধ্যে তাদের বাচ্চা মেয়ে প্লাবিত তাঁবুর ভেতর ঠান্ডায় মারা গেছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার জাবালিয়ায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত এক নারী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জরুরি কর্মীরা জানান।

পশ্চিম তীরের হেবরনে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শিশু অধিকার সংস্থাগুলোর মতে, তার মরদেহও দখল করে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা—যা দীর্ঘদিন ধরে চলমান একটি বিতর্কিত প্রথা।

যুক্তরাষ্ট্র দাবি করেছে যে প্রতিদিন ৬০০টি ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করছে। কিন্তু গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, বাস্তবে প্রতিদিন গড়ে ২৩৪টি ট্রাক ঢুকছে—যা চুক্তিকৃত সংখ্যার তুলনায় অনেক কম।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী টানা হামলা চালাচ্ছে এবং শত শত স্থাপনা ধ্বংস করেছে। পশ্চিম তীরের নাবলুস, হেবরন ও পূর্ব জেরুজালেমে তল্লাশি ও গ্রেপ্তার অভিযানও চলছে।

মেশাল জানান, হামাস আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতির বিরোধিতা করে না, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত “বোর্ড অব পিস” প্রত্যাখ্যান করেছেন, একে গাজার ওপর বিদেশি তত্ত্বাবধান বলে উল্লেখ করেছেন।

মিশরে চলমান আলোচনায় বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী মিলে গাজা শাসনের জন্য একটি যৌথ প্রতিনিধি কমিটি গঠনে কাজ করছে, যদিও হামাসের দাবি—ইসরায়েলই এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ‘গ্রেপ্তার’, দাবি ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ব্যাপক সামরিক...

ইরানে আবিষ্কৃত হলো প্রায় ৫ হাজার বছরের পুরোনো বিশ্বের প্রথম কৃত্রিম চোখ।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীন নগরী শাহর-ই সুখতেহ (দ্য বার্ন্ট...

কারাকাসে বিস্ফোরণের শব্দ, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা তীব্র।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং...

ইয়েমেন সংকট: আমিরাতের সব সেনা প্রত্যাহার, সৌদির সংলাপ আহ্বান।

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব সব ইয়েমেনি পক্ষকে...

ইরান বিক্ষোভ ইস্যুতে ট্রাম্পের হুমকির প্রতিবাদ, জাতিসংঘের হস্তক্ষেপ চায় তেহরান।

ইরানের চলমান বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “হুমকিমূলক...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img