মুডিস ফ্রান্সের ক্রেডিট রেটিং বজায় রাখলেও ‘নেতিবাচক’ দৃষ্টিভঙ্গি জানিয়েছে, ফিচ নামিয়েছে রেটিং।
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস (Moody’s) শুক্রবার ফ্রান্সের Aa3 সার্বভৌম ক্রেডিট রেটিং অপরিবর্তিত রাখলেও, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে দৃষ্টিভঙ্গি “স্থিতিশীল” থেকে “নেতিবাচক” করেছে। সংস্থাটি বলেছে, রাজনৈতিক বিভাজন ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ফ্রান্সের আর্থিক স্থিতিশীলতায় ঝুঁকি তৈরি করছে।
অন্যদিকে, আরেক সংস্থা ফিচ (Fitch) ফ্রান্সের রেটিং এক ধাপ কমিয়ে AA- থেকে A+ করেছে—যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। ফিচের মতে, চলমান রাজনৈতিক সংকট, ঋণের বোঝা ও অকার্যকর বাজেট সংস্কারের কারণে ফ্রান্সের ঋণ ২০২৭ সালের মধ্যে জিডিপির ১২১ শতাংশে পৌঁছাতে পারে।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু-র নেতৃত্বাধীন দুর্বল সংখ্যালঘু সরকার এখন বাজেট পাস ও ঘাটতি কমানোর বিশাল চাপের মুখে। সরকার ২০২৫ সালে ঘাটতি জিডিপির ৫.৪ শতাংশে নামানোর এবং ২০২৯ সালের মধ্যে ৩ শতাংশের নিচে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
অর্থমন্ত্রী রোলাঁ লেস্কুর বলেছেন, মুডিসের সিদ্ধান্ত দেখায় যে ফ্রান্সকে “বাজেট সংহতির জন্য যৌথ পথ তৈরি করতে হবে।” তবে, বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা লেগেছে, কারণ ফ্রান্সের ১০ বছরের সরকারি বন্ডের সুদহার বেড়ে ৩.৪৭ শতাংশে পৌঁছেছে—যা ইতালির কাছাকাছি।
এদিকে, আরেক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল (S&P Global) আগামী নভেম্বরেই ফ্রান্সের রেটিং আপডেট করার কথা জানিয়েছে।



