তুরস্কের চারটি গ্রামকে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (UNWTO) ঘোষণা করেছে বিশ্বের ‘বেস্ট ট্যুরিজম ভিলেজেস ২০২৫’-এর মধ্যে। দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
মনোনীত গ্রামগুলো হলো— মুগলার আকিয়াকা, ইজমিরের বারবারোস, মারদিনের আনিতলি এবং আন্তালিয়ার কালে উচাঘিজ। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং টেকসই পর্যটন ব্যবস্থার জন্য এ চারটি গ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এটি ইউএনডব্লিউটিওর ‘বেস্ট ট্যুরিজম ভিলেজেস’ উদ্যোগের পঞ্চম আসর। এবার ২৯টি দেশের মধ্যে থেকে মোট ৫২টি গ্রামকে বাছাই করা হয়েছে, যেখানে ২৭০টিরও বেশি আবেদন জমা পড়েছিল।
নির্বাচিত গ্রামগুলোকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও স্থানীয় উন্নয়নে পর্যটনের ভূমিকার মতো মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
চীনের হুজহৌ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তালিকাটি ঘোষণা করা হয়। এছাড়া ২০টি গ্রামকে ‘আপগ্রেড প্রোগ্রাম’-এর আওতায় আনা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।
নতুন সংযোজনের ফলে ইউএনডব্লিউটিওর ‘বেস্ট ট্যুরিজম ভিলেজেস নেটওয়ার্ক’-এ মোট গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯টি। সংস্থাটি জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এর পরবর্তী (ষষ্ঠ) আসরের জন্য আবেদন গ্রহণ শুরু হবে।



