ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তাঁর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে মৃত্যু
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (২৮ সেপ্টেম্বর) তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘদিন ধরে নানা ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজনৈতিক জীবন ও মন্ত্রিত্ব
জন্ম: ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।
শিক্ষাজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক পটভূমি: ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় নূরুল মজিদ ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় নেতা ছিলেন এবং ৭৫-এর পট-পরিবর্তনের পর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সংসদ সদস্য: তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
শিল্পমন্ত্রী: তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২০২৪ সালের ১১ জানুয়ারি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গ্রেপ্তার ও কারাবাস
গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যা ও হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই বন্দী ছিলেন।