২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পূর্ণ ম্যাচসূচি, গ্রুপ ও খেলার ফরম্যাট প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিন আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ৩৯ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ হবে ১৬টি ভেন্যুতে।
এবারের আসর শুরু হবে ১১ জুন মেক্সিকো সিটির মেক্সিকো সিটি স্টেডিয়ামে এবং শেষ হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে।
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। অন্যদিকে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে।
মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে ৪৮ দলকে। প্রতিটি গ্রুপে চারটি দল থাকবে। উল্লেখযোগ্য শক্তির দল আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডসহ শীর্ষ দলগুলোকে একেকটি গ্রুপে রাখা হয়েছে। বেশ কয়েকটি গ্রুপে এখনো প্লে-অফ বিজয়ী দল নির্ধারিত হয়নি।
অ-স্পনসর ব্র্যান্ডের অ্যাম্বুশ মার্কেটিং ঠেকাতে ফিফা বিশ্বকাপ চলাকালে সব স্টেডিয়ামের নাম শহরভিত্তিকভাবে পরিবর্তন করেছে। যেমন:
MetLife Stadium → New York New Jersey Stadium
SoFi Stadium → Los Angeles Stadium
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ যুক্ত হয়েছে। মোট পাঁচ ধাপে নকআউট পর্ব হবে।
তালিকা:
গ্রুপ স্টেজ: ১১–২৭ জুন
রাউন্ড অব ৩২: ২৮ জুন–৩ জুলাই
রাউন্ড অব ১৬: ৪–৭ জুলাই
কোয়ার্টার ফাইনাল: ৯–১১ জুলাই
সেমিফাইনাল: ১৪–১৫ জুলাই
তৃতীয় স্থান নির্ধারণী: ১৮ জুলাই
ফাইনাল: ১৯ জুলাই
ম্যাচগুলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, আর একই দিন দ্বিতীয় ম্যাচে খেলবে দক্ষিণ কোরিয়া ও প্লে-অফ বিজয়ী একটি দল। মোট ১৬টি ভেন্যুতে প্রতিদিন একাধিক খেলা অনুষ্ঠিত হবে।
নকআউট পর্ব শুরু হবে ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে প্রথম রাউন্ড অব ৩২ ম্যাচ দিয়ে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই রাতে, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে।
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে উৎসাহ ও উত্তেজনা তুঙ্গে। অংশগ্রহণকারী ৪৮ দলের লড়াই এবার আরও বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছে ফিফা।



