বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ চালু করার ঘোষণা দিয়েছে। বুধবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও মানুষকে একত্রিত করতে অসাধারণ ভূমিকা রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হবে।
ফিফা জানায়, পুরস্কারটি প্রতি বছর প্রদান করা হবে এবং প্রথম বিজয়ীকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ড্র অনুষ্ঠানের সময় আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে পুরস্কার প্রদান করবেন।
ইনফান্তিনো বলেন, “একটি বিভক্ত বিশ্বে যারা শান্তি স্থাপন ও মানুষকে একত্রিত করতে কাজ করছেন, তাদের অবদান স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের উদ্দেশ্য।”
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।



