কাতারের দোহায় মঙ্গলবার অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠানে পুরুষ বিভাগে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফ্রান্স ও প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) তারকা ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। নারী বিভাগে টানা তৃতীয়বারের মতো সেরার মুকুট জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি।
২৮ বছর বয়সী ডেম্বেলে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দেন। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে ৫-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করা ডেম্বেলে লিগ আঁ-তে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। এর আগে সেপ্টেম্বরে তিনি ব্যালন ডি’অরও জয় করেন।
নারী বিভাগে বিজয়ী আইতানা বনমাতি বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেন। চলতি বছর তিনিও টানা তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর জয় করেছেন। ইউরো ২০২৫-এ স্পেনকে ফাইনালে তুললেও ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যায় দলটি; তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বনমাতি।
অন্যান্য পুরস্কারের মধ্যে সেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সারিনা উইগম্যান, যিনি দেশকে টানা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। পুরুষ বিভাগে সেরা কোচ হয়েছেন লুইস এনরিকে, পিএসজিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য।
সেরা নারী গোলরক্ষক নির্বাচিত হন ইংল্যান্ড ও চেলসির হান্না হ্যাম্পটন এবং পুরুষ বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। নারী ফুটবলে সেরা গোলের জন্য ‘ফিফা মার্তা অ্যাওয়ার্ড’ পান মেক্সিকোর লিজবেথ ওভালে, আর পুরুষদের ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জেতেন আর্জেন্টিনার সান্তিয়াগো মন্তিয়েল।
এই অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ফুটবলের সেরা তারকাদের পারফরম্যান্সের স্বীকৃতি দিল ফিফা।



