মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক চালু করেছেন ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia) — একটি অনলাইন বিশ্বকোষ, যা তিনি দাবি করছেন “বামপন্থী পক্ষপাতমুক্ত” ও “নিরপেক্ষ” জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। এটি চালিত হচ্ছে মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট ‘গ্রোক’ (Grok) দ্বারা, যা তার সামাজিক মাধ্যম X-এর সঙ্গে যুক্ত।
মাস্ক দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করে আসছেন। তিনি একসময় মজা করে উইকিপিডিয়াকে “ডিকিপিডিয়া” নাম রাখার প্রস্তাবও দেন। তার দাবি, উইকিমিডিয়া ফাউন্ডেশন জনসাধারণের অর্থ ব্যবহার করে “রাজনৈতিক প্রভাবিত” তথ্য ছড়ায়।
তবে বিশেষজ্ঞরা মাস্কের এই নতুন উদ্যোগকে মনে করছেন জ্ঞানকে মানবিক সহযোগিতার পরিবর্তে অ্যালগরিদম-নির্ভর করে তোলার প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে, মাস্কের “গ্রোকিপিডিয়া” মানব-নির্মিত উন্মুক্ত জ্ঞানের পরিবর্তে প্রযুক্তি-নিয়ন্ত্রিত ‘বিশুদ্ধ’ জ্ঞানের ধারণা প্রতিষ্ঠার চেষ্টা, যা আসলে পক্ষপাতহীন নয় বরং এর নির্মাতার দৃষ্টিভঙ্গির প্রতিফলন।



