বিশ্বের শীর্ষ বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই একটি বড় লাইসেন্সিং চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ফলে ওপেনএআইয়ের ভিডিও জেনারেশন টুল Sora-তে ডিজনির ২০০টিরও বেশি জনপ্রিয় চরিত্র ব্যবহার করে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
তিন বছর মেয়াদি এই চুক্তির আওতায় ডিজনি, মার্ভেল, পিক্সার ও স্টার ওয়ার্স ব্র্যান্ডের চরিত্র—যেমন মিকি মাউস, সিন্ডারেলা, ‘ফ্রোজেন’-এর চরিত্র, লুক স্কাইওয়াকার, ডেডপুল ও ইয়োডা—ব্যবহার করা যাবে। চরিত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ ও সেটিংও পাওয়া যাবে সোরায়।
চুক্তির অংশ হিসেবে ডিজনি ওপেনএআইতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং প্রতিষ্ঠানটি ওপেনএআইয়ের বড় গ্রাহকে পরিণত হবে। ডিজনি তাদের কর্মীদের জন্য ChatGPT ব্যবহার চালু করবে এবং নতুন ডিজিটাল পণ্য ও টুল তৈরিতে ওপেনএআইয়ের প্রযুক্তি কাজে লাগাবে।
ডিজনির সিইও বব আইগার বলেন, এই অংশীদারত্ব ভক্তদের জন্য গল্প ও চরিত্রের সঙ্গে আরও ব্যক্তিগত ও সৃজনশীলভাবে যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি করবে, একই সঙ্গে সৃষ্টিশীলদের অধিকার সুরক্ষিত থাকবে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, এটি দায়িত্বশীলভাবে উদ্ভাবন এগিয়ে নেওয়ার একটি উদাহরণ।
চুক্তি অনুযায়ী, কিছু ব্যবহারকারী-তৈরি সোরার ভিডিও ডিজনি+ প্ল্যাটফর্মে দেখানো হবে। তবে কোনো শিল্পীর মুখাবয়ব বা কণ্ঠস্বর ব্যবহারের অনুমতি এই চুক্তিতে নেই বলে জানানো হয়েছে। এছাড়া ব্যবহারকারীরা ChatGPT Images দিয়েও একই চরিত্র ব্যবহার করে সম্পূর্ণ জেনারেটেড ছবি তৈরি করতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এটি হলিউডে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত—যেখানে বড় স্টুডিওগুলো কপিরাইট সুরক্ষা নিশ্চিত করে এআই কোম্পানির সঙ্গে কাজ করতে আগ্রহী হচ্ছে। সোরায় ডিজনির চরিত্র ব্যবহারের সুযোগ আগামী বছরের শুরুতে চালু হওয়ার কথা।



