দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে কোভিড-১৯ টিকা ৬ প্রকারের ক্যানসার সৃষ্টি করে — এই দাবিটি ভুয়া: গবেষণাকে ভুলভাবে ব্যবহার করে ছড়ানো হয়েছে বিভ্রান্তি।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে দাবি যে দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় প্রমাণিত হয়েছে কোভিড-১৯ টিকা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে এটি ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য।
গবেষণার শিরোনাম ছিল “1-year risks of cancers associated with COVID-19 vaccination: a large population-based cohort study in South Korea”, যা Biomarker Research জার্নালে প্রকাশিত হয়েছিল। এই গবেষণায় দেখা গেছে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে কিছু ধরনের ক্যানসারের ঘটনা বেশি ধরা পড়েছে। কিন্তু এটি শুধু একটি পরিসংখ্যানগত সম্পর্ক, কোনো প্রমাণ যে টিকা ক্যানসারের কারণ।
কিন্তু কিছু প্রভাবশালী সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম, যেমন Vigilant Fox, এই তথ্যকে বিকৃত করে প্রচার করেছে। তারা দাবি করেছে টিকা নিলে ফুসফুসের ক্যানসার ৫৩% এবং প্রোস্টেট ক্যানসার ৬৯% বেড়ে যায়—যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসারের মতো জটিল রোগের পেছনে থাকে নানা কারণ। তাই এই গবেষণা টিকার ক্ষতি প্রমাণ করে না, বরং আরও বিশদ বিশ্লেষণের প্রয়োজন বোঝায়। সুতরাং, “কোভিড টিকা ক্যানসার সৃষ্টি করে” এই দাবিটি ভিত্তিহীন এবং বৈজ্ঞানিকভাবে ভুল।



