বামপন্থী ও ফিলিস্তিনপন্থী প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৬৩ শতাংশ ভোট পেয়ে তিনি কেন্দ্র-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী হিদার হামফ্রিসকে পরাজিত করেন।
৬৮ বছর বয়সী কনোলি শনিবার ডাবলিন ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে হামফ্রিস পান ২৯.৫ শতাংশ ভোট।
বিজয় বক্তৃতায় কনোলি বলেন, “আমি এমন এক প্রেসিডেন্ট হতে চাই, যিনি শুনবেন, চিন্তা করবেন এবং প্রয়োজনে কথা বলবেন।”
ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়া কনোলি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন পান। তিনি ২০১৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে কাজ করছেন এবং সিন ফেইন, লেবার ও সোশ্যাল ডেমোক্র্যাটদের সমর্থন পান।
কনোলি বর্তমান প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিনসের স্থলাভিষিক্ত হবেন। তিনি আয়ারল্যান্ডের দশম প্রেসিডেন্ট এবং তৃতীয় নারী হিসেবে এ পদে নির্বাচিত হলেন।



