সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, November 23, 2025

ব্রেকিং নিউজ

সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

বুধবার ২২ অক্টোবর রাজধানীর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যলয়ে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। “শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব কিছুই শেষ হয়ে গেছে—অর্থাৎ স্বৈরতন্ত্রেরও—এভাবে ভাবা ঠিক হবে না।”

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে নিজেকেও ধ্বংস করেছে। নীতি নৈতিকতা আদর্শ সবকিছু সে ধ্বংস করেছে। গণহত্যা চালিয়েছে নির্বিচারে ছেলেমেয়েদেরকে পথচারীকে এবং সকল পেশার নেতাকর্মীকে হত্যা করেছে। গণহত্যা করেছে দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যেটা থেকে লুটপাট করেনি সে এবং তার পরিবার। তার দলের নেতাকর্মীরা।

সাবেক এই সংসদ সদস্য বলেন,আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নানামুখী ষড়যন্ত্র আছে। বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে তারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে তারাও কিন্তু বসে নাই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করাতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বলেছেন ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন। দেশবাসী সেটা বিশ্বাস করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে। এই কথা যেমন আমরা বিশ্বাস করি দেশবাসী বিশ্বাস করে রাজনৈতিক দলরা নেতৃবৃন্দ বিশ্বাস করে। এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আমরা পারি বাংলাদেশকে রক্ষা করতে। বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ সহ প্রমুখ।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ‘ধনেশ্বর’ আটক।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের...

আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনা ঘিরে ইউক্রেন, ইউরোপ ও...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img