চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার বেইজিংয়ে শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন। রাষ্ট্রীয় সফরে চীন গেছেন ম্যাক্রোঁ।
গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে চীন ও ফ্রান্সকে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে বহুপাক্ষিকতা রক্ষা ও মানবিক সংহতি জোরদারে কাজ করতে হবে। তিনি জানান, বিমান, মহাকাশ, পারমাণবিক শক্তি ছাড়াও সবুজ অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োফার্মা ও নতুন জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
শি আরও বলেন, চীন ফরাসি পণ্যের আমদানি বাড়াতে প্রস্তুত এবং ফরাসি বিনিয়োগকে স্বাগত জানায়। একই সঙ্গে তিনি ফরাসি বাজারে চীনা কোম্পানির জন্য ন্যায্য পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। ম্যাক্রোঁ যুদ্ধবিরতির জন্য চীনের ভূমিকা বাড়ানোর অনুরোধ জানান এবং বলেন যে, ইউরোপের নিরাপত্তার স্বার্থে দ্রুত ন্যায়সঙ্গত সমাধান প্রয়োজন। শি জিনপিং বলেন, চীন সব পক্ষকে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছাতে উৎসাহিত করে।
তিন দিনের সফরের অংশ হিসেবে ম্যাক্রোঁ চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং পরে চেংদু সফর করবেন, যেখানে দুই দেশ নতুন ‘জায়ান্ট পাণ্ডা সংরক্ষণ চুক্তি’ ঘোষণা করেছে।



