সোমালিয়া সরকার সংযুক্ত আরব আমিরাতের (UAE) সঙ্গে করা সব চুক্তি বাতিল করেছে। এর মধ্যে বেরবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরে পরিচালিত সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা চুক্তিও অন্তর্ভুক্ত। সোমবার মোগাদিশুভিত্তিক সরকারের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
সরকারি নথি অনুযায়ী, সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে আমিরাতের উপস্থিতির অবসান ঘটবে।
এই সিদ্ধান্তকে অনেক সোমালি নাগরিক ও রাজনীতিক স্বাগত জানিয়েছেন। তবে স্বায়ত্তশাসিত অঞ্চল সোমালিল্যান্ড ও পুন্তল্যান্ড সরকার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং একে অবৈধ বলেছে। সোমালিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাত তাদের ঘনিষ্ঠ মিত্র এবং বেরবেরা বন্দরে বিনিয়োগ অব্যাহত থাকবে।
এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে আমিরাত বসাসোসহ কয়েকটি এলাকা থেকে সামরিক সরঞ্জাম ও নিরাপত্তা কর্মী সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি ঘিরে লোহিত সাগর ও গালফ অব অ্যাডেন অঞ্চলে ভূরাজনৈতিক উদ্বেগ আরও বেড়েছে।



