ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ — মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭৪ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেল টাইগাররা।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৯.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২০৭ রান তোলে। ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করেন তৌহিদ হৃদয়, ৯০ বলে ৫১ রান। অভিষিক্ত মাহিদুল ইসলামও দেখিয়েছেন তার সামর্থ্য, করেছেন মূল্যবান ৪৬ রান। বল হাতে ক্যারিবিয়ানদের মধ্যে জেডেন সিলস নেন ৩টি উইকেট, রস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন ২টি করে উইকেট।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল ৩৮.৬ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ছিলেন বিধ্বংসী, মাত্র ৯ ওভারে ৩৫ রান খরচে নেন ৬ উইকেট। মুস্তাফিজুর রহমান নেন ২টি উইকেট, আর মেহেদী হাসান মিরাজ ও তানভির ইসলাম নেন ১টি করে উইকেট।
এই জয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ — ২০৭/১০ (৪৯.৪ ওভারে)
ওয়েস্ট ইন্ডিজ — ১৩৩/১০ (৩৮.৬ ওভারে)
ফলাফল: বাংলাদেশ জয়ী ৭৪ রানে
ম্যাচ সেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ) — ৬/৩৫
চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার একই ভেন্যুতে।



