শারজাহে অনুষ্ঠিত আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর বাংলাদেশ ৪ উইকেটে জয় পেয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। জবাবে বাংলাদেশ ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
আফগানিস্তানের ইনিংসে রহমানউল্লাহ গুরবাজ ৪০ ও মোহাম্মদ নবী ৩৮ রান করেন। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
বাংলাদেশের জয়ের নেপথ্যে ছিল দুর্দান্ত ওপেনিং জুটি—পরভেজ হোসেন ইমন ৫৪ ও তানজিদ হাসান ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। যদিও রশিদ খানের ঘূর্ণিতে ৪ উইকেট পড়ে ম্যাচে উত্তেজনা বাড়ে, শেষ পর্যন্ত টাইগাররা সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।
বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।