২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল, ৯ অক্টোবর ২০২৫, মুখোমুখি হবে হংকং জাতীয় ফুটবল দলের। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টা (বাংলাদেশ সময়), ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে।
এই ম্যাচটি ঘিরে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, বিশেষ করে দলের শক্তি বৃদ্ধির জন্য ইউরোপ ও উত্তর আমেরিকা ভিত্তিক দুই ফুটবলারের যোগদানকে ঘিরে। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ইতিমধ্যেই ঢাকায় এসে দলে যোগ দিয়েছেন। এছাড়া কানাডাভিত্তিক মিডফিল্ডার শমিত শোম ৭ অক্টোবর ঢাকায় পৌঁছেছেন দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিঙ্গাপুরের বিপক্ষে আগের পরাজয়ের পর দলটির এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা এখনো টিকে আছে কেবলমাত্র একটি জয়ের ওপর। হোম ম্যাচে জয় পেলে দলটির যোগ্যতা অর্জনের সম্ভাবনা কিছুটা জোরালো হবে।
তবে কাজটি সহজ নয়। হংকং বর্তমানে গ্রুপ সি-তে সিঙ্গাপুরের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অভিজ্ঞতা ও গতি উভয় ক্ষেত্রেই হংকং দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত। অতীত রেকর্ডেও বাংলাদেশ এখনো হংকংয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি—দুই ড্র ও দুই পরাজয় রয়েছে তাদের নামের পাশে।
বাংলাদেশের সমর্থকদের আশা, নিজেদের মাঠে দর্শকদের প্রাণবন্ত সমর্থনে দলটি ঘুরে দাঁড়াবে এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নেবে।
উল্লেখ্য, এই দুই দলের রিটার্ন ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর ২০২৫, হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে।