সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Monday, November 24, 2025

ব্রেকিং নিউজ

বাংলাদেশ ও তুরস্কের যৌথ উদ্যোগে আয়োজিত হবে ইসলামে নারীর অধিকার বিষয়ক বৈশ্বিক সম্মেলন

ঢাকা,৩০ সেপ্টেম্বর,২০২৫: নিজস্ব প্রতিবেদক

ইসলাম ধর্মে নারীর ভূমিকা ও অধিকারের উপর আলোকপাত করতে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে একটি বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে চলেছে। আগামী বছরের শুরুর দিকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর প্রধান লক্ষ্য হলো নারীর অধিকার ও অগ্রগতিতে মুসলিম বিশ্বে বিরাজমান শ্রেষ্ঠ চর্চাগুলো (Best Practices) তুলে ধরা এবং এ বিষয়ে গঠনমূলক আলোচনাকে উৎসাহিত করা।

মূল উদ্যোগ এবং সিদ্ধান্ত
সম্মেলনের লক্ষ্য: ইসলামে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শীর্ষস্থানীয় মুসলিম আলেম, গবেষক এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন। এর মাধ্যমে নারীর অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপনকারী দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সিদ্ধান্ত গ্রহণ: গত ২৯ সেপ্টেম্বর, সোমবার (নিউইয়র্ক সময়), নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতা-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তারা উভয় দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন।

CEDAW-এর প্রেক্ষাপট: উল্লেখ্য, বাংলাদেশ ও তুরস্ক উভয় দেশই নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক সনদ সিডও (CEDAW) অনুমোদন করেছে। এই প্রেক্ষাপটে, মুসলিম সমাজে নারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্যের দিকগুলো ভাগাভাগি করার বিষয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা
সম্মেলনের উদ্যোগ ছাড়াও, বৈঠকে দুই দেশ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নেয়:

সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময়: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় আরও শক্তিশালী করা হবে।

যত্ন অর্থনীতি (Care Economy) ও সামাজিক সেবা: যত্ন অর্থনীতি এবং সামাজিক সেবার ক্ষেত্রে সহযোগিতার মান উন্নয়নে উভয় দেশ কাজ করবে।

নারী পরিচর্যাকর্মী প্রশিক্ষণ: তুরস্ক বাংলাদেশের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পেশাদার নারী পরিচর্যাকর্মী (caregivers) গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে সহায়তার অঙ্গীকার করেছে।

এই যৌথ উদ্যোগ মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে নারীর অধিকারের বিষয়ে ইতিবাচক আলোচনার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ‘ধনেশ্বর’ আটক।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের...

আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনা ঘিরে ইউক্রেন, ইউরোপ ও...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img