যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে দ্য চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসের এক উপাসনালয়ে বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, হামলাকারী ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড গাড়ি নিয়ে চার্চে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায় এবং পরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বাকিদের অবস্থা স্থিতিশীল। এদিকে চার্চ কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে পুরো চার্চ ধ্বংস হয়ে গেছে এবং ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।