মাদাগাস্কারে টানা বিক্ষোভ ও ধর্মঘটের মধ্যে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবি আরও জোরদার হয়েছে। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ দুর্নীতি, পানির সংকট ও বিদ্যুৎ বিপর্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে।
গতকাল বুধবারও বিক্ষোভকারীরা সাধারণ ধর্মঘটের ডাক দেন। রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে টিয়ারগ্যাস ব্যবহার করা হয়। উত্তরাঞ্চলীয় আন্তসিরানানা ও দক্ষিণাঞ্চলীয় টোলিয়ারাতেও কয়েক হাজার মানুষ রাস্তায় নামে।
প্রায় এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে, যদিও সরকার এ সংখ্যা অস্বীকার করেছে।
প্রেসিডেন্ট রাজোয়েলিনা সোমবার সরকার ভেঙে দিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, কেবল সরকার বরখাস্ত নয়, প্রেসিডেন্টের পদত্যাগ ও জাতীয় পরিষদ সংস্কারই তাদের মূল দাবি।
রাজোয়েলিনা ২০০৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং ২০১৮ ও ২০২৩ সালে নির্বাচিত হন। তবে বিরোধীরা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে। সর্বশেষ বিরোধী দলগুলোও বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।