উত্তর আফগানিস্তানে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং প্রায় ৩২০ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, সোমবার রাত ১২:৫৯ মিনিটে (২০:২৯ GMT) মাজার-ই-শরীফের কাছে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
বালখ ও সামাঙ্গান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়। মাজার-ই-শরিফের বিখ্যাত নীল মসজিদ বা ব্লু মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা রাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাজধানী কাবুল থেকেও কম্পন অনুভূত হয়েছে।
তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি তৃতীয় বড় ভূমিকম্প। মাত্র দুই মাস আগে পূর্ব আফগানিস্তানে আরেকটি ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
দীর্ঘ যুদ্ধ, দুর্বল অবকাঠামো, খরা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত আফগানিস্তানে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কঠিন হয়ে পড়ছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে।



