অ্যাপল ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অনুষ্ঠিত তাদের বার্ষিক উন্মোচন অনুষ্ঠানে একাধিক নতুন পণ্য ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া ছিল নতুন স্লিম আইফোন এয়ার। সিইও টিম কুক একে “গেম-চেঞ্জার” বলে উল্লেখ করেছেন। ডিভাইসটিতে রয়েছে হাই-ডেনসিটি ব্যাটারি, নতুন প্রসেসর এবং উন্নত টেকসই কাঠামো। এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে। বিশ্লেষকদের মতে, এটি স্যামসাংয়ের গ্যালাক্সি S25 এজ-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এবং ভবিষ্যতে ভাঁজযোগ্য ফোনের বাজারে অ্যাপলের প্রবেশের ভিত্তি তৈরি করতে পারে।
অ্যাপল একই সঙ্গে উন্মোচন করেছে আইফোন ১৭, যেখানে থাকছে উজ্জ্বল ও আঁচর-প্রতিরোধী স্ক্রিন, নতুন আকারের সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা এবং সর্বাধুনিক A19 চিপ, যা ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। নতুন প্রসেসর ডিভাইসটির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার আরও উন্নত করবে বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপল তাদের অন্যান্য পণ্যে নতুনত্ব এনেছে। এয়ারপডস প্রো ৩ এখন থেকে রিয়েল-টাইম ভাষা অনুবাদ সুবিধা দেবে। যদি কথোপকথনের দুই পক্ষই নতুন এয়ারপডস ব্যবহার করেন, তবে এটি প্রায় তাৎক্ষণিকভাবে অনুবাদ করবে। দাম রাখা হয়েছে ২৪৯ ডলার, যা পূর্ববর্তী সংস্করণের সমান।
পরিধানযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে, নতুন অ্যাপল ওয়াচ-এ যুক্ত করা হয়েছে রক্তচাপ মনিটর ফিচার, যা বর্তমানে নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায়। যদিও এটি সব ক্ষেত্রে উচ্চ রক্তচাপ শনাক্ত করতে পারবে না, তবুও অ্যাপল আশা করছে প্রায় দশ লক্ষ মানুষকে এটি সতর্ক করবে এবং ১৫০ দেশে ফিচারটি পাওয়া যাবে। দাম অপরিবর্তিত রাখা হয়েছে: SE ২৪৯ ডলার, সিরিজ-১১ ৩৯৯ ডলার, এবং আল্ট্রা মডেল ৭৯৯ ডলার।
বিশ্লেষকরা নজর রাখছেন, শুল্কজনিত চাপ সামাল দিতে অ্যাপল ভবিষ্যতে আইফোনের দাম বাড়াবে কিনা। তবে আপাতত নতুন পণ্যগুলোর দামে কোনো পরিবর্তন আনেনি প্রতিষ্ঠানটি।