মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরে একটি বড় হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি, সহায়তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
বুধবার রাতে সামরিক বিমানের নিক্ষেপ করা বোমায় ৩০০ শয্যার ম্রাউক-উ জেনারেল হাসপাতালটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হামলার সময় হাসপাতালটি রোগীতে ভরা ছিল, কারণ চলমান সংঘাতের কারণে রাখাইনের অনেক এলাকায় স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে।
সহায়তাকর্মী ওয়াই হুন আউং বলেন, ধ্বংসস্তূপে এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে। বৃহস্পতিবার সকালে হাসপাতালটির ছাদ ধসে পড়া ও ভবনের অবকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে চলমান গৃহযুদ্ধের মধ্যে রাখাইনে সামরিক বাহিনীর এই নতুন হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।



