নিজস্ব প্রতিবেদক
ইকবালুর রহিম সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৩)এর বিরুদ্ধে ২৪ টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৫ কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
বৃহস্পতি (২৭ নভেম্বর) দুদকের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মো.আক্তার হোসেন এসব তথ্য জানান।
দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১২,২২,৯৯, ৬২০/- টাকার সম্পদ অর্জন এবং তার নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৫,০০,০০,০০০/- (পয়ত্রিশ কোটি) টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলা করেছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৫৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গত ০৮/০১/২০২৫ তারিখে মামলা দায়ের করে।
এছাড়া ইকবালুর রহিম কর্তৃক বৈদ উপায়ে অর্জিত সম্পদের একটি অংশ বৈধ করার অসৎ উদেশ্যে তার স্ত্রী নাদিরা সুলতানা মুক্তির মালিকানায় দেখিয়ে পরস্পর যোগসাজসে অবৈধভাবে ৭৪,১২,৫৪২/- টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বর্থে আসামী ইকবালুর রহিম এর সার্কেল-২৯১, কর অঞ্চল-১৪, সকায় চালু থাকা মূল আয়কর নথি, পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে মনে করে কমিশন।



