ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
লন্ডনের টুইকেনহ্যাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ সালের মহিলা রাগবি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড কানাডাকে ৩৩-১৩ পয়েন্টে পরাজিত করে শিরোপা জিতেছে।
হাফটাইমে ২১-৮ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আরও শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে জয় নিশ্চিত করে। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ড ৪২-২৬ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে।
ইংল্যান্ড মহিলা রাগবি দল বিশ্বকাপে সমৃদ্ধ ইতিহাস গড়েছে। তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে—১৯৯৪, ২০১৪ এবং ২০২৫ সালে। এছাড়া ছয়বার রানার্স-আপ হয়েছিল—১৯৯১, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৭ এবং ২০২১ সালে।
২২ আগস্ট থেকে শুরু হওয়া এবং ইংল্যান্ড আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে রেকর্ড ৮১,৮৮৫ দর্শক উপস্থিত ছিলেন, যা মহিলা রাগবির ইতিহাসে সবচেয়ে বড় দর্শকসংখ্যা হিসেবে উল্লেখযোগ্য।
সামনের টুর্নামেন্টগুলোর মধ্যে ২০২৯ সালে অস্ট্রেলিয়া এবং ২০৩৩ সালে যুক্তরাষ্ট্র মহিলা রাগবি বিশ্বকাপের আয়োজন করবে।



