সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Monday, November 24, 2025

ব্রেকিং নিউজ

নারী রাগবি বিশ্বকাপ ফাইনাল: মুখোমুখি ইংল্যান্ড ও কানাডা

লন্ডন, ২৭ সেপ্টেম্বর ২০২৫:

ইংল্যান্ডে চলমান ২০২৫ নারী রাগবি বিশ্বকাপের মহারণে আজ ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শক্তিশালী কানাডা। লন্ডনের ঐতিহাসিক টুইকেনহ্যাম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে।

টুর্নামেন্টের সেমিফাইনালে কানাডা ৩৪–১৯ ব্যবধানে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে। অন্যদিকে ইংল্যান্ড ৩৫–১৭ স্কোরে সহজ জয় তুলে নেয় ফ্রান্সের বিপক্ষে। এর ফলে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠল কানাডা।

আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি ফ্রান্সের। খেলা চলছে, হাফটাইম খেলার পর নিউজিল্যান্ড এগিয়ে ২৬–৭।

কানাডার সাম্প্রতিক পারফরম্যান্স নজরকাড়া। গত এক বছরে তারা টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে (১১ জয়, ১ ড্র)। তবে ইতিহাসের পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের বিপক্ষে তাদের রেকর্ড দুর্বল—৩৭ ম্যাচে মাত্র ৩ জয়, ১ ড্র এবং ৩৩ হারের মুখোমুখি হয়েছে। শেষ ১৩ ম্যাচে ইংল্যান্ডের কাছে টানা হেরেছে তারা।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যও আলোচনায় এসেছে। নিউজিল্যান্ডের ব্র্যাক্সটন সোরেনসেন-ম্যাকগি সর্বোচ্চ ৫৯ পয়েন্ট ও সর্বাধিক ৯ ট্রাই করেছেন। কানাডার অধিনায়ক সোফি দে গুদ দারুণ ফর্মে আছেন—তিনি ক্যারিজ, অফলোড এবং লাইনআউটে শীর্ষে আছেন এবং এখন পর্যন্ত ৫৮ পয়েন্ট করেছেন। এছাড়া জুলিয়া শেলও উজ্জ্বল, যার ঝুলিতে রয়েছে ৬ ট্রাই এবং দলীয় সর্বোচ্চ ৩৮৯ মিটার বল বহন।

দর্শকদের অংশগ্রহণও নজিরবিহীন। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রের লড়াইয়ে ৪২,২৭৩ জন দর্শক উপস্থিত থেকে নতুন রেকর্ড গড়েছিল। আজকের ফাইনালে সেই রেকর্ড ভেঙে নারীদের রাগবি ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ দর্শকসমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।

সব চোখ এখন টুইকেনহ্যামে—কানাডা কি প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে, নাকি স্বাগতিক ইংল্যান্ড নিজেদের মাঠে শিরোপা উৎসব করবে? উত্তরের অপেক্ষা আর কয়েক ঘণ্টার

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ‘ধনেশ্বর’ আটক।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের...

আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনা ঘিরে ইউক্রেন, ইউরোপ ও...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img