এইডস প্রতিরোধে বৈপ্লবিক সাফল্য হিসেবে ২০২৭ সাল থেকে বছরে মাত্র ৪০ ডলারে এইচআইভি প্রতিরোধী ইনজেকশন লেনাকাপাভির সরবরাহ করা হবে ১০০-রও বেশি নিম্ন ও মধ্যম আয়ের দেশে।
ওষুধটি বর্তমানে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ২৮ হাজার ডলার মূল্যে বিক্রি হলেও, ভারতীয় কোম্পানির সঙ্গে ইউনিটেইড ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চুক্তির মাধ্যমে সাশ্রয়ী জেনেরিক সংস্করণ উৎপাদন সম্ভব হবে।
লেনাকাপাভির, যা বছরে দুইবার ইনজেকশন হিসেবে দেওয়া হয়, এইচআইভি সংক্রমণ প্রতিরোধে ৯৯.৯ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বৈশ্বিকভাবে এইচআইভি মহামারি শেষ করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রথমে ভারতেই উৎপাদন শুরু হবে, পরে আঞ্চলিক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে গিলিয়াড এবং গ্লোবাল ফান্ডের সহযোগিতায় ২০২৫ সালের মধ্যে আফ্রিকার একটি দেশে প্রথম ডোজ সরবরাহের প্রস্তুতি চলছে।