ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
কঙ্গোর দক্ষিণাঞ্চলের কাসাই প্রদেশে ১৮ বছর পর নতুন করে ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৪ সেপ্টেম্বর প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে ৫৭টি সংক্রমণ ও অন্তত ৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যা মৃত্যুহার ৬১% এর বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রাদুর্ভাব মোকাবিলায় অন্তত ২০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও বর্তমানে তহবিলের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের সহায়তা সীমিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট (IFRC) ২৫ মিলিয়ন ডলার সহায়তা আহ্বান করেছে, তবে এখন পর্যন্ত মাত্র ২.২ মিলিয়ন ডলার জরুরি তহবিল বরাদ্দ করা হয়েছে। বর্তমানে বুলাপে স্বাস্থ্য জোনের একমাত্র চিকিৎসা কেন্দ্র ১১৯% ক্ষমতার অতিরিক্ত রোগী সামলাচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যরক্ষামূলক সরঞ্জাম, ওষুধ এবং টিকা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন। ইতিমধ্যে কাসাই প্রদেশের তিনটি স্বাস্থ্য জোন বুলাপে, বুলামবে এবং মওয়েকাতে মাত্র ১,৭৪০ জনকে টিকা দেওয়া হয়েছে, যেখানে শুধু বুলাপে এলাকাতেই জনসংখ্যা ২ লাখের বেশি।
WHO সতর্ক করেছে, অবিলম্বে আন্তর্জাতিক সহায়তা না পেলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।