ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA শুক্রবার রিপোর্ট করেছে যে, ইরান ও রাশিয়ার মধ্যে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ইরানের হরমোজগানের সিরিক অঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে যা রাষ্ট্রীয় টেলিভিশনও ঘোষণা করেছে। এই প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক কর্পোরেশন রোসাটম বাস্তবায়ন করবে এবং প্রায় ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। বর্তমানে ইরানে কার্যকর একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বুশেহরে অবস্থিত, যা রাশিয়ার সহায়তায় নির্মিত এবং যার উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট।
চুক্তি স্বাক্ষরের সময় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা দেখা দিয়েছে, যা ইউরোপীয় পক্ষগুলো ইরানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আরোপ করতে চায়। রাশিয়া এ সময় ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা করেছে। ইরান দাবি করেছে তাদের উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক অস্ত্র নয়।