ইন্টার মিয়ামি দুর্দান্ত পারফরম্যান্সে নিউ ইয়র্ক সিটিকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্র মেজর লিগ সকার (MLS) কাপ প্লে-অফে জায়গা করে নিয়েছে। ম্যাচে লিওনেল মেসি জোড়া গোল করার পাশাপাশি একটিতে সহায়তা করেন। দলের বাকি দুটি গোল করেন লুইস সুয়ারেজ ও বালতাসার রদ্রিগেজ।
বুধবার নিউ ইয়র্কের সিটি ফিল্ডে হওয়া এই জয়ে নিউ ইয়র্ক সিটির তিন ম্যাচের জয়ের ধারা ভেঙে দেয় মিয়ামি। ফলে ২৯ ম্যাচের ১৬ টিতে জয় ও ৭ টিতে ড্র করে ৫৫ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সে নিউ ইয়র্ক সিটি ও শার্লট কে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে।
ব্যক্তিগতভাবে মেসির জন্যও দিনটি ছিল স্মরণীয়। এই জোড়া গোলে তিনি চলতি মৌসুমে ২৩ ম্যাচে ২৪ গোল করে এমএলএস গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে গেছেন। তিনি এখন লস এঞ্জেলেসর ডেনিস বোয়াঙ্গার চেয়ে দুই গোল এগিয়ে আছেন।