জাতিসংঘের সাধারণ পরিষদ (UNGA) অধিবেশনকে ঘিরে কূটনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে এবার ১৪০ জনেরও বেশি বিশ্বনেতা সরাসরি অংশগ্রহণ করছে। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অধিবেশনে যোগ দিতে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। তাঁকে বাধ্য করা হচ্ছে ভার্চুয়ালি অধিবেশনে অংশগ্রহণ করতে।
এ ঘটনায় কূটনৈতিক মহলে সমালোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ফিলিস্তিন প্রশ্নে তাদের পক্ষপাতদুষ্ট অবস্থানকে আরও উন্মোচিত করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।