পাহাড়ের দূর্গমের জুমিয়ান ম্রো জনগোষ্ঠীর সন্তানরা প্রাথমিক পাঠের সাথে রপ্ত করছে আঁকাআকি।
পাহাড়ের গল্প,পাড়ার গল্প, ঝর্ণা ঝিরির গল্প,জুমের গল্প ফুটে ওঠে ছবিতে।একদিন গহীন পাহাড় থেকে হয়তো চারুকলায় পদচারণা হবে আজকের এই শিশুদের।

হাতের তুলিতে পাহাড়ের গল্প শুনাবে পুরো দেশের মানুষ কে।পাহাড় নিয়ে সে গল্পে আমি না থাকি পুরো জাতির মুক্তি থাকুক। থাকুক আলোকবর্তিকা যে আলোকবর্তিকার আলোকরশ্মি আলোকিত করতে পারে শত বছর পিছিয়ে থাকা অবহেলিত পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাগ্য।

ছবিতে: চেননৈ স্কুল শিশুদের আঁকাআকি
সরই,লেমুপালং, লামা,বান্দরবান।