রাশিয়া ‘প্রিডেটর’ নামে একটি নতুন স্ট্র্যাটোস্ফিয়ার ভিত্তিক মানববিহীন আকাশযান (UAV) উন্নয়ন করছে, যা সর্বোচ্চ ১৫ কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম হবে। প্রকল্পটির উন্নয়নকারী প্রতিষ্ঠান গেরনের (Geron) প্রধান নির্বাহী ভ্লাদিমির তাবুনভ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘প্রিডেটর’ একটি উন্নত, দীর্ঘমেয়াদি ও উচ্চ-উচ্চতায় পরিচালনাযোগ্য বহুমুখী ড্রোন, যা আংশিকভাবে স্যাটেলাইট ও স্থলভিত্তিক ব্যবস্থার কিছু কাজ প্রতিস্থাপন করতে পারবে। এটি বাণিজ্যিক, বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা—এই তিন ক্ষেত্রেই ব্যবহারের জন্য নকশা করা হয়েছে।
ড্রোনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫০ কিলোমিটার, পরিসীমা প্রায় ১২ হাজার কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ৫০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। এতে খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণের (VTOL) পাশাপাশি আকাশে স্থির থাকার সক্ষমতাও রয়েছে।
‘প্রিডেটর’-এর নকশায় মনোউইং প্রযুক্তি (একক প্রধান ডানা) ব্যবহার করা হয়েছে, যা গতি বাড়ানোর পাশাপাশি বহন ক্ষমতা এবং শনাক্ত এড়ানোর ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ড্রোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও থ্রি-ডি স্ক্যানিং প্রযুক্তিও সংযুক্ত রয়েছে।
তাবুনভ বলেন, এই ড্রোন নিকট-মহাকাশ অনুসন্ধান সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী হবে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



