মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফাউস্তিন আর্শাঞ্জ তুয়াদেরা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৭৬.১৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন—এমনটাই জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী আনিসে-জর্জ দোলোগেলে পেয়েছেন ১৪.৬৬ শতাংশ ভোট।
নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫২.৪২ শতাংশ। প্রধান বিরোধী জোট BRDC নির্বাচন বর্জন করে এবং বিরোধী প্রার্থীরা ভোটে কারচুপির অভিযোগ তুললেও সরকার তা অস্বীকার করেছে। চূড়ান্ত ফল ঘোষণা ও আপত্তি নিষ্পত্তির জন্য সাংবিধানিক আদালতের সময় রয়েছে ২০ জানুয়ারি পর্যন্ত।
২০২৩ সালের গণভোটে মেয়াদসীমা তুলে নেওয়ার পর তুয়াদেরা তৃতীয় মেয়াদের পথে এগোন। নিরাপত্তা জোরদারে রুশ সহায়তা ও রুয়ান্ডার সেনাদের ভূমিকা এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তিকে তিনি প্রচারণার মূল বিষয় করেন। বিশ্লেষকদের মতে, সহিংসতা কমলেও নিরাপত্তা পরিস্থিতি এখনও যথেষ্ট উন্নত হয়নি।



