সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Tuesday, January 6, 2026

ব্রেকিং নিউজ

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের স্থান নিয়ে ধোঁয়াশা কাটল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে, শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত
সালাহউদ্দিন আহমেদ বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) সবসময় তাঁর জীবনের সব লড়াই-সংগ্রামে শহীদ জিয়ার আদর্শকে লালন করেছেন। দলীয় ফোরাম এবং পরিবারের দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, তাঁকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।” তিনি আরও জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

জানাজার সময়সূচি
বিএনপি সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার চূড়ান্ত সূচি নিম্নরূপ:

প্রথম জানাজা: আগামীকাল বুধবার সকাল ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

দ্বিতীয় জানাজা: দুপুর ২টায় জাতীয় ইদগাহ ময়দানে (সাধারণ জনগণ ও সর্বস্তরের মানুষের জন্য)।

দাফন: আগামীকাল বুধবার বিকেল ৪টায় শেরেবাংলা নগরে দাফন সম্পন্ন করা হবে।

শোকাতুর নেতা-কর্মীদের ঢল
এদিকে বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা আসছেন। জানাজা উপলক্ষে নয়াপল্টন ও শেরেবাংলা নগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দলের সাত দিনের শোক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ থেকে সারা দেশে সাত দিনের শোক পালন করবে বিএনপি। এই সময়ে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আগামী শুক্রবার সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

ইইউকে কঠোর ভাষায় ভর্ৎসনা আলেকসান্দার ভুলিনের: ‘সদস্য নয়, সার্বিয়াকে চায় সেনা ও শ্রমিক হিসেবে’।

সার্বিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আলেকসান্দার ভুলিন দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়ন...

প্রতিরক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রয়োজন গ্রিনল্যান্ড — ট্রাম্পের দাবি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার...

নিউইয়র্কে আটক মাদুরো, ভেনেজুয়েলা শাসনের দাবি ট্রাম্পের।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে...

যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ‘গ্রেপ্তার’, দাবি ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ব্যাপক সামরিক...

ইরানে আবিষ্কৃত হলো প্রায় ৫ হাজার বছরের পুরোনো বিশ্বের প্রথম কৃত্রিম চোখ।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীন নগরী শাহর-ই সুখতেহ (দ্য বার্ন্ট...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img