সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Saturday, January 3, 2026

ব্রেকিং নিউজ

দক্ষিণ আফ্রিকায় সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত, আহত ১০।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পশ্চিমে অবস্থিত বেকার্সডাল টাউনশিপে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর প্রায় ১টার দিকে একটি লাইসেন্সপ্রাপ্ত ট্যাভার্নে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানায়, সাদা রঙের একটি কম্বি ও একটি রুপালি সেডান গাড়িতে করে আসা প্রায় ১২ জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি ট্যাভার্নে ঢুকে নির্বিচারে গুলি চালায়। হামলার সময় ট্যাভার্নের ভেতরে থাকা লোকজনের পাশাপাশি বাইরে রাস্তায় থাকা মানুষদের লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের ধরতে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। গাউতেং প্রদেশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ফ্রেড কেকানা বলেন, জাতীয় ও প্রাদেশিক অপরাধ তদন্ত ও ক্রাইম সিন ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি অপরাধ গোয়েন্দা ও ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটও কাজ করছে।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি জানায়, গুলিবর্ষণের ঘটনায় ট্যাভার্নের ভেতর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা ১০ বলে উল্লেখ করা হলেও পুলিশ এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। গাউতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, “আমরা এখনো নিহতদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করছি।”

এ হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫বিএনপি...

গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫বাংলাদেশের প্রথম...

সতেরো বছর পর– নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের...

বিশ্বে প্রথমবার ইতালীয় খাবার পেল ইউনেস্কোর স্বীকৃতি।

ইতালীয় খাবারপ্রেমীদের জন্য এসেছে ঐতিহাসিক সুখবর। বিশ্বের প্রথম সম্পূর্ণ...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img