ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় দ্বিতীয়বারের মতো একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন কোস্ট গার্ড ও পেন্টাগনের সহায়তায় পানামা-নিবন্ধিত ট্যাংকার ‘সেঞ্চুরিজ’ আটক করা হয়। জাহাজটি প্রায় ১৮ লাখ ব্যারেল ভেনেজুয়েলান অপরিশোধিত তেল বহন করছিল, যা চীনের উদ্দেশে পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব তেল বিক্রির অর্থ অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।
অন্যদিকে ভেনেজুয়েলা এই ঘটনাকে “আন্তর্জাতিক জলদস্যুতা” ও “চুরি” বলে আখ্যা দিয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বিষয়টি জাতিসংঘে তোলা হবে।
বিশ্লেষকদের মতে, এই জব্দের ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও কমে যেতে পারে এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা রয়েছে।



