ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার লন্ডনে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর এ বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
গত সপ্তাহে মায়ামিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের তিন দিনের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি এখনো যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পুরোপুরি পড়েননি এবং তিনি “এটি অনুমোদনে প্রস্তুত নন”।
এদিকে রাশিয়া প্রসঙ্গে ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, নতুন নীতিতে দ্বন্দ্ব এড়িয়ে সংলাপ বাড়ানোর কথা বলা হয়েছে, যা রাশিয়ার অবস্থানের সঙ্গে মিল রয়েছে।
এই সময়ে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। সুমি অঞ্চলের অক্তিরকা শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। খারকিভসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে অন্তত চারজন নিহত হয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে “গঠনমূলকভাবে কাজ চালিয়ে যেতে” ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় নেতাদের সঙ্গে লন্ডনের বৈঠকে আলোচনা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।



