সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Saturday, January 3, 2026

ব্রেকিং নিউজ

মস্কো–ওয়াশিংটন পাঁচ ঘণ্টার বৈঠকেও অচলাবস্থা: ভূখণ্ডে ‘কোনো আপস নয়’

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও ইউক্রেনের ভূখণ্ড নিয়ে কোনো “সমঝোতা” হয়নি বলে জানিয়েছে রাশিয়া। মস্কোতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা এই আলোচনাকে উশাকভ “গঠনমূলক, কার্যকরী ও তথ্যবহুল” বলে বর্ণনা করলেও তিনি স্পষ্ট জানান যে মহানগর, দোনবাসসহ দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল নিয়ে এখনো কোনো আপসের সুযোগ দেখা যাচ্ছে না।

উশাকভ জানান, যুক্তরাষ্ট্র একাধিক সংশোধিত শান্তি-প্রস্তাব মস্কোকে দিয়েছে—ট্রাম্প প্রশাসনের ২৭ দফা পরিকল্পনাসহ মোট পাঁচটি নথি। এগুলোর সারবত্তা নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট প্রস্তাব বা ভাষার পর্যায়ে উভয়পক্ষ এখনো পৌঁছেনি।

তিনি বলেন, “কিছু মার্কিন ধারণা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য, আবার কিছু একেবারেই নয়।”

বৈঠকে ইউক্রেনের ভূখণ্ড-সংক্রান্ত প্রশ্ন সরাসরি আলোচনা হয়েছে। রাশিয়ার দাবি—দোনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ, জাপোরিঝিয়া ও খেরসনে রুশ উপস্থিতি স্বীকৃতি, এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর সীমিতকরণ। কিয়েভ আগেই এসব শর্তকে “আত্মসমর্পণ” আখ্যা দিয়েছে।

বৈঠকের আগে এক বিনিয়োগ ফোরামে পুতিন অভিযোগ করেন, ইউরোপ শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং রাশিয়ার ওপর “অগ্রহণযোগ্য” দাবি চাপিয়ে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন যে ইউক্রেনের বন্দর, জাহাজ ও কিয়েভপন্থী সরবরাহ চেইনে রুশ হামলা বাড়বে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, পুতিনের বক্তব্যে পরিষ্কার—তিনি যুদ্ধ শেষ করতে চান না। আয়ারল্যান্ড সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি “মর্যাদাপূর্ণ শান্তি”র প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, তিনি পশ্চিমা সমর্থনের ক্লান্তি নিয়ে উদ্বিগ্ন।

ওয়াশিংটনে ট্রাম্প বলেন, “সহজ নয়… বিশাল বিপর্যয়।” তিনি জানান, মার্কিন প্রতিনিধিরা সমাধানের পথ খুঁজতে রাশিয়ায় রয়েছেন।

কুশনার ও উইটকফ ইউক্রেনিয়ান প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন, সম্ভবত ব্রাসেলসে। মার্কিন দল রাশিয়ার সঙ্গে আলোচনার অগ্রগতি ট্রাম্প প্রশাসনকে জানাবে এবং পরে ফোনে মস্কোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।

উশাকভ বলেন, বৈঠকের পর উভয়পক্ষ আরও দূরে নয়; বরং আরও আলোচনা হবে। তবে পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠক হবে কিনা—তা “অগ্রগতির ওপর নির্ভর করবে”।

এদিকে, রাশিয়া দাবি করেছে যে তারা দোনবাসের গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক দখল করেছে। কিয়েভ তা অস্বীকার করে বলেছে—মস্কো কেবল অগ্রযাত্রা অবশ্যম্ভাবী এমন ধারণা তৈরি করতে চাইছে।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের ১৯ শতাংশের বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫বিএনপি...

গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫বাংলাদেশের প্রথম...

সতেরো বছর পর– নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের...

বিশ্বে প্রথমবার ইতালীয় খাবার পেল ইউনেস্কোর স্বীকৃতি।

ইতালীয় খাবারপ্রেমীদের জন্য এসেছে ঐতিহাসিক সুখবর। বিশ্বের প্রথম সম্পূর্ণ...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img