২০২৫ ফিফা আরব কাপে স্বাগতিক কাতারের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিন ১-০ গোলের নাটকীয় জয় অর্জন করেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর কাতারের আল খোরে অবস্থিত আল বায়ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই কাতার বল দখলে আধিপত্য দেখালেও, ফিলিস্তিনের শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ দৃঢ়ভাবে টিকে থাকে।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা পঞ্চম মিনিটে আসে ম্যাচের ভাগ্য-নির্ধারক মুহূর্ত। কাতারের ডিফেন্ডার সুলতান আল-ব্রাক চাপের মুখে ভুলবশত নিজেদের জালেই বল পাঠান, যা ফিলিস্তিনকে এনে দেয় চমকপ্রদ ১-০ ব্যবধানের জয়।
এই জয় ফিলিস্তিনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ—কারণ এটি আরব কাপে তাদের ৫৯ বছরের মধ্যে প্রথম জয়। একই সঙ্গে তারা গ্রুপ ‘এ’-তে সিরিয়ার সঙ্গে সমান পয়েন্ট অর্জন করে শীর্ষে অবস্থান নিয়েছে। ফলে নকআউট পর্বে ওঠার আশাও আরও উজ্জ্বল হয়ে উঠেছে ফিলিস্তিন দলের।
স্বাগতিক কাতারের বিপক্ষে এই অপ্রত্যাশিত জয় আরব কাপে চলতি আসরের অন্যতম বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।



