সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Saturday, January 3, 2026

ব্রেকিং নিউজ

মাদুরো: “দেশ শান্তি চায়—কিন্তু দাসের শান্তি নয়”

ভেনিজুয়েলায় উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঘিরে। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে হাজারো সমর্থকের সামনে ভাষণ দিয়ে বলেছেন, দেশ শান্তি চায়—কিন্তু “দাসের শান্তি নয়”।

সোমবার রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমর্থকদের উদ্দেশে মাদুরো বলেন, “আমরা সার্বভৌমত্ব, সমতা ও স্বাধীনতার ভিত্তিতে শান্তি চাই। কলোনির মতো শান্তি আমাদের দরকার নেই—দাস হব না, উপনিবেশ হব না।”

মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত কয়েক মাস ধরে ক্যারিবীয় সাগরে সামরিক শক্তি জড়ো করছে, যার আনুষ্ঠানিক ব্যাখ্যা — ‘মাদকবিরোধী অভিযান’। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় ১৫,০০০ সৈন্য, পাশাপাশি বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে।

এ সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ২১টি হামলা চালিয়েছে সন্দেহভাজন মাদকবাহী নৌকায়, যেখানে ৮৩ জন নিহত হয়েছে।

ট্রাম্প–মাদুরো ফোনালাপ ও ‘নিরাপদ প্রস্থানের’ প্রস্তাব-

মার্কিন মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি সংক্ষিপ্ত ফোনালাপ হয়। চারটি সূত্র জানায়, ট্রাম্প মাদুরোকে ভেনিজুয়েলা ছাড়ার জন্য “নিরাপদ পথ” প্রস্তাব দেন। তবে মাদুরো চান সম্পূর্ণ আইনি ক্ষমা, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা – যা যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি।

প্রতিবেদন বলছে, ট্রাম্প মাদুরোকে দেশ ছাড়তে এক সপ্তাহ সময় দেন, যা শুক্রবার শেষ হয়েছে। পরদিন ট্রাম্প ঘোষণা করেন,

“ভেনিজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ।”

ভেনিজুয়েলার পাল্টা অবস্থান-

মাদুরো প্রশাসন যুক্তরাষ্ট্রকে “মনস্তাত্ত্বিক সন্ত্রাস” চালানোর অভিযোগ করেছে। মাদুরো বলেন,

“২২ সপ্তাহের আগ্রাসন আমাদের জনগণকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।”

ভেনিজুয়েলার সেনাবাহিনী রাজধানী কারাকাসের গুরুত্বপূর্ণ রুট ও বিমানবন্দরসংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদার করেছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান প্রদর্শন করেছেন।

তবে সামরিক সূত্রগুলো জানায়, ভেনিজুয়েলার প্রচলিত সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তাই সম্ভাব্য প্রতিরোধ কৌশলে অনিয়মিত গেরিলা হামলা, নাশকতা, সশস্ত্র গোষ্ঠীর সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে।

ওয়াশিংটনে উচ্চ পর্যায়ে বৈঠক-

এদিকে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ভেনিজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন।

মার্কিন কংগ্রেসও ক্যারিবীয় অঞ্চলে সাম্প্রতিক হামলাগুলো—বিশেষ করে একটি ঘটনায় বেঁচে যাওয়া লোকদের ওপর “দ্বিতীয় হামলা”—নিয়ে তদন্ত শুরু করেছে।

দেশে উদ্বেগ বাড়ছে-

কোলম্বিয়া–ভেনিজুয়েলা সীমান্তের সিমন বলিভার সেতু দিয়ে পারাপারকারী লোকজন সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ব্যাপক শঙ্কা প্রকাশ করেছেন।

অনেক নাগরিক মাদুরোর প্রতি বিরূপ হলেও, মার্কিন হামলা দেশকে বিশৃঙ্খলা ও সহিংসতায় ঠেলে দিতে পারে—এ আশঙ্কা তাদের মধ্যে বাড়ছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫বিএনপি...

গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫বাংলাদেশের প্রথম...

সতেরো বছর পর– নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের...

বিশ্বে প্রথমবার ইতালীয় খাবার পেল ইউনেস্কোর স্বীকৃতি।

ইতালীয় খাবারপ্রেমীদের জন্য এসেছে ঐতিহাসিক সুখবর। বিশ্বের প্রথম সম্পূর্ণ...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img