ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার জন্য নেতৃত্ব দেওয়া অভ্যুত্থান চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরু করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইস তার দণ্ড কার্যকরের নির্দেশ দেন।
৭০ বছর বয়সী বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদরদপ্তরে রাখা হয়েছে, যেখানে তিনি একা একটি ১২ বর্গমিটারের কক্ষে থাকবেন। পালানোর আশঙ্কায় গত শনিবার তাকে আগাম গ্রেপ্তার করা হয়।
সুপ্রিম কোর্ট বলসোনারো ও তার সহযোগীদের গণতান্ত্রিক শাসব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্র, সশস্ত্র অপরাধী সংগঠন পরিচালনা এবং সহিংস বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগে আরও বলা হয়, তারা প্রেসিডেন্ট লুলা, ভাইস প্রেসিডেন্ট আল্কমিন এবং বিচারপতি মোরাইসকে হত্যার পরিকল্পনাও করেছিলেন।
বলসোনারো অভিযোগ অস্বীকার করলেও ২০৩০ সাল পর্যন্ত তিনি নির্বাচনে অযোগ্য। তবে জরিপে দেখা যায়, সুযোগ পেলে তিনি এখনো শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারতেন।



