রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০৩৬ সাল পর্যন্ত দেশের নতুন ন্যাশনাল পলিসি স্ট্র্যাটেজি অনুমোদন করেছেন। ছয় বিভাগে মোট ৬১ দফার এ নথিতে দেশের আন্তঃজাতিগত সম্পর্ক, জাতীয় নীতির লক্ষ্য–নীতি–অগ্রাধিকার এবং আঞ্চলিক পর্যায়ে নীতি বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।
নথিতে বলা হয়েছে, রাশিয়ার ঐতিহাসিক ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বহু-জাতিগোষ্ঠীর জনগণের মধ্যে সংহতি বজায় রাখাই এই কৌশলের মূল উদ্দেশ্য। এটি জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে কৌশলগত পরিকল্পনার নথি হিসেবে বিবেচিত হবে এবং সরকারি সংস্থাগুলোকে অভিন্ন নীতি তৈরি করতে সহায়তা করবে।
২০১২ সালে গৃহীত পূর্বের কৌশলটি ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। নতুন কৌশলে আগের তুলনায় বিস্তৃত লক্ষ্য, সূচক এবং প্রত্যাশিত ফলাফল যোগ করা হয়েছে। পুতিন সরকারকে দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন এবং আঞ্চলিক কর্তৃপক্ষকে নতুন কৌশলের ওপর নির্ভর করে কাজ করার পরামর্শ দিয়েছেন।



