রাশিয়ার সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা: পাল্টা প্রতিক্রিয়ার খসড়া প্রস্তুত।
রাশিয়া পশ্চিমা দেশগুলোর হাতে আটকে থাকা রুশ রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা সামনে রেখে নিজেদের প্রতিক্রিয়ার খসড়া প্রস্তুত করেছে। দেশটির বিচার মন্ত্রী কনস্তান্তিন চুইচেঙ্কো তাস সংবাদমাধ্যমকে জানান যে এই ব্যবস্থা ইতোমধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, রুশ সম্পদ বাজেয়াপ্তের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় ২০০ বিলিয়ন ইউরোর বেশি সম্পদ ব্যবহারের আইনি উপায় খুঁজছে, যা মূলত বেলজিয়ামের ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে আটকে আছে। ইউরোক্লিয়ার বারবার সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ নিলে রাশিয়া আদালতের মাধ্যমে ইউরোপীয় বা বেলজিয়ান সম্পদ জবাবি পদক্ষেপ হিসেবে বাজেয়াপ্ত করতে পারে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া কোনো অবস্থাতেই সম্পদ বাজেয়াপ্তের প্রচেষ্টা উপেক্ষা করবে না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইইউ যদি এই তহবিল ব্যবহার করে ইউক্রেনের জন্য “ক্ষতিপূরণ ঋণ” দেয়, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে “খুব কঠোর এবং বেদনাদায়ক।”



