ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার কমনওয়েলথের কাছে আগামী সাধারণ নির্বাচন, যা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তা আয়োজনে পূর্ণ সমর্থন চেয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আইয়রকোর বোটচওয়ের (Shirley Ayorkor Botchwey) সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক উত্তরণ এবং সেই সঙ্গে আসন্ন সাধারণ নির্বাচনের জন্য আপনাদের সমর্থন প্রয়োজন।”
আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতি মহাসচিবের দৃঢ় আগ্রহের জন্য প্রধান উপদেষ্টা তাঁকে ধন্যবাদ জানান। তিনি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জবাবে, মহাসচিব বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণের জন্য কমনওয়েলথের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
তিনি বলেন, “কমনওয়েলথের মধ্যে জি-৭ এবং জি-২০-এর সদস্যসহ ৫৬টি দেশের বিশাল সম্পদ রয়েছে”—যা বাংলাদেশ একে অপরকে শক্তিশালী করতে কাজে লাগাতে পারে।
মহাসচিব আরও যোগ করেন যে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে বৈঠক করেছেন এবং মন্তব্য করেছেন, “আমি দেশের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী।”
তিনি আরও নিশ্চিত করেন যে কমনওয়েলথ নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
দুই নেতা যুবদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, আরও সামাজিক ব্যবসার সূচনা এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর লক্ষ্যে পরিচালিত ‘থ্রি-জিরো’ (Three-zero) লক্ষ্য অর্জনের বিষয়েও আলোচনা করেন।



