শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে ক্লিন সুইপ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও টাইগারদের দাপুটে পারফরম্যান্সে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি সফরকারীরা।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। মুশফিকুর রহিম (১০৬) ও লিটন দাস (১২৮) সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত ভিত্তি দেন। জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হলে ২১১ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুত রান তোলে এবং ২৯৭/৪ সংগ্রহে ইনিংস ঘোষণা করে। মোমিনুল হক (৮৭), সাদমান ইসলাম (৭৮), মাহমুদুল হাসান জয় (৬০) এবং মুশফিকুর রহিম (৫৩*) দ্বিতীয় ইনিংসেও দলের রান পাহাড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে জয়ের জন্য আয়ারল্যান্ডের সামনে ৫০৯ রানের অপ্রতিরোধ্য লক্ষ্য দাঁড়ায়।
লক্ষ্য তাড়ায় নেমে আয়ারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ব্যর্থ হয় বড় ইনিংস নির্মাণে। কার্টিস ক্যাম্ফার ৭১* রানের অবিচল ইনিংস খেলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। হ্যারি টেক্টর (৫০) ও জর্ডন নিল (৪৯) রান সংগ্রহ করলেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি কেউ।
বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ২৫৯ রানে থেমে যায় আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস। হাসান মুরাদ ৪/৪৪ ও তাইজুল ইসলাম ৪/১০৪ নিয়ে বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন। এ ম্যাচেই তাইজুল বাংলাদেশ দলের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির নতুন রেকর্ড গড়েন।
খেলোয়াড়দের পারফরম্যান্স-
মুশফিকুর রহিম: ১০০তম টেস্টে স্মরণীয় সেঞ্চুরি
লিটন দাস: ১২৮ রানের নিয়ন্ত্রিত ইনিংস
তাইজুল ইসলাম: ম্যাচজুড়ে দর্শনীয় বোলিং, দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড
সিরিজে ধারাবাহিকতা: দুই টেস্টেই ব্যাট হাতে উজ্জ্বল মাহমুদুল হাসান জয়
প্লেয়ার অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান জয়
প্লেয়ার অব দ্য সিরিজ: মাহমুদুল হাসান জয়
বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল। তিন ম্যাচে তিন জয়ে বাংলাদেশের পরিসংখ্যানে স্পষ্ট আধিপত্য।



