ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সেমেরু আবারও অগ্ন্যুৎপাত করেছে। বুধবার দিনের বিভিন্ন সময়ে অন্তত ১০ বার অগ্ন্যুৎপাতের সঙ্গে আগ্নেয়গিরিটি বিশাল ধোঁয়া, ছাই ও উত্তপ্ত লাভা ছড়িয়ে দেয়। এতে আশপাশের গ্রামগুলো ছাইয়ে ঢেকে যায় এবং জরুরি ভিত্তিতে সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়।
অগ্ন্যুৎপাতের পর এখন পর্যন্ত ৯০০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১৭০ জন আটকে পড়া পর্বতারোহীকে রাতভর বিপদে থাকার পর উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনে উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, সকল আরোহী ও তাদের গাইড এখন নিরাপদ।
আগ্নেয়গিরির ঢালে ৮ কিলোমিটার পর্যন্ত গরম ছাই, লাভা ও পাথর নেমে যাওয়ায় বিপদের এলাকা বাড়ানো হয়েছে। কাছাকাছি নদীপথ বেসুক কোবোকান বরাবর যেতে নিষেধ করা হয়েছে, কারণ সেখান দিয়েই উত্তপ্ত গ্যাস ও লাভা প্রবাহিত হচ্ছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার স্থানীয় প্রশাসন জানিয়েছে, আশপাশের এলাকায় বসবাসকারী প্রায় ৯৫৬ জনকে স্কুল, মসজিদ ও সরকারি ভবনে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকর্মীরা আরও কেউ আটকা আছে কি না তা খুঁজে দেখছেন।
মাউন্ট সেমেরু এর আগেও বহুবার অগ্ন্যুৎপাত করেছে। এর শেষ বড় অগ্ন্যুৎপাত ছিল ২০২১ সালে, যখন কমপক্ষে ৫১ জন নিহত হয় এবং হাজারো মানুষকে ঘরছাড়া হতে হয়।
প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার”-এর উপর অবস্থান করায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তুলনামূলক বেশি ঘটে।



