মার্কিন কংগ্রেস অবশেষে জেফ্রি এপস্টিন সংক্রান্ত সরকারি নথি প্রকাশে সব বাধা অতিক্রম করেছে। মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ৪২৭-১ ভোটে এবং পরে সেনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে Epstein Files Transparency Act। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিলটিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন।
বিল অনুযায়ী, বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে এপস্টিনের তদন্ত, কার্যক্রম এবং তাঁর কারাগারে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সব নথি প্রকাশ করতে হবে। ভুক্তভোগীদের তথ্য ও চলমান তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অংশ বাদ দেওয়া যাবে, তবে “রাজনৈতিক বিব্রত” বা “প্রতিপত্তির ক্ষতি”র কারণ দেখিয়ে তথ্য গোপন করা যাবে না।
ট্রাম্প শুরুতে প্রকাশে বাধা দিলেও দলের ভেতরের তীব্র চাপ, বিরল বিদ্রোহ এবং ভুক্তভোগীদের দীর্ঘ আন্দোলনের মুখে শেষমেশ অবস্থান বদলান। রিপাবলিকান নেতৃত্বের বিরোধিতা সত্ত্বেও সব দল মিলেই বিলটি এগিয়ে নেন।
একটি ব্যতিক্রম ছাড়া পুরো কংগ্রেস বিলটির পক্ষে দাঁড়ায়। মাত্র একজন রিপাবলিকান, ক্লে হিগিন্স, এর বিরুদ্ধে ভোট দেন।
বিল পাস হওয়াকে এপস্টিনের শতাধিক ভুক্তভোগীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যারা বহু বছর ধরে বিচার ও স্বচ্ছতার জন্য লড়াই করে আসছেন। এখন নজর বিচার বিভাগে—তারা কতটা পূর্ণাঙ্গ নথি প্রকাশ করে, সেটিই হবে পরবর্তী বড় প্রশ্ন।



