লেবাননের দক্ষিণে সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি মসজিদের পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে আরও অন্তত চারজন আহত হয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
ইসরায়েল দাবি করেছে, হামাসের সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে হামাস এ দাবি “মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।
একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আরেকটি হামলায় আরও দুইজন নিহত হয়।
২০২৪ সালের নভেম্বরে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৭০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮৫০ জন আহত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, লেবানন চুক্তির শর্ত মেনে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পদক্ষেপ নিলেও ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার করেনি, যা উত্তেজনা বাড়িয়ে তুলছে।



